অপূর্বের সাবেক স্ত্রী অদিতিও বিয়ে করেছেন

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব চার বছর প্রেমের পর আজ তৃতীয় বিয়ে করতে চলেছেন শাম্মা নামের প্রবাসীর সাথে। গতকাল তিনি নিজেই বিয়ের কথা জানিয়েছেন। অরে তার সাবেক স্ত্রী অদিতির ফেসবুক স্ট্যাটাস দেখে স্পষ্ট হয় যে অপূর্ব পরকীয়ায় জড়িত ছিলেন।
এবার অদিতি নিজেও তার বিয়ের কথা জানালেন গণমাধ্যমের কাছে। এই বছরের জানুয়ারি মাসের ২১ তারিখ তিনি মাহবুব পারভেজ নামের একজনের সাথে বিয়ে করেন। মাহবুব পারভেজ একটি করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তা ।
তিনি বলেন অপূর্বর সাথে বিচ্ছেদের পর তার মানসিক অবস্থা ভালো ছিল না তখন মাহবুব পারভেজ তাকে প্রস্তাব দেন ও অদিতি তার পরিবারের সাথে কথা বলতে বলেন।পরে পারিবারিক সম্মতিতেই তিনি আবার বিয়ে করেন। বিচ্ছেদের এক বছর পর তিনি নতুন সম্পর্কে জড়ান।
এবার নতুন গুজব উঠলো অদিতি অপূর্বর সংসারে থাকাকালীন মাহবুব পারভেজ এর সাথে পরকীয়ায় যুক্ত ছিলেন। তিনি এই বিষয়টি স্পষ্ট করতে গিয়ে বলেন যদি পরকীয়া করতেন তবে তিনি তার বিয়ের কথা সবাইকে জানাতেন না। তাদের আলাদা হওয়ার ৬ মাস পরে তিনি ডিভোর্স পেপারে সই করেন ও ২০২১ সালের জানুয়ারিতে ছোট পরিসরে তিনি বিয়ে করেন।
তিনি বলেন এবার তিনি আশা করেন তার বিরুদ্ধে এসব গুজব ছড়ানো বন্ধ হবে।