বিনোদন
অপূর্ব তৃতীয় বিয়ে করছেন প্রবাসী শাম্মা সাথে

বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তৃতীয়বারে মত আবার বিয়ে করছেন। তিনি জানান আগামী ২ সেপ্টেম্বর তিনি রাজধানীর মালিবাগের কমিউনিটি সেন্টারে আমেরিকার প্রবাসী শাম্মা নামের একজনের সাথে বিয়ে করবেন। অপূর্বর সাথে এটি শাম্মার দ্বিতীয় বিয়ে।
অপূর্ব ২০১০ সালে প্রথম বিয়ে করেন প্রভা নামের অভিনেত্রীর সাথে এবং ২০১১ সালে আবার নাজিয়া হাসান অদিতি নামে একজনের সাথে বিয়ে করেন। পরে ২০২০ সালে তার আবার বিবাহবিচ্ছেদ ঘটে।
অদিতি ও অপূর্বর ছেলের নাম আয়াশ। অদিতি আবার কয়েক মাস আগে আরেকটা বিয়ে করেছেন বলে জানা গেছে।
তিনি নিশ্চিত করেছেন বিয়েটি দুই পরিবারের সম্মতিতেই আয়োজিত হবে। তিনি বিয়ের কথা নিশ্চিত করতে গিয়ে বলেন তিনি কোনো অপরাধ করছেন না বিয়ে করছেন। তবে আজ বা গতকাল নয় আগামীকাল। তিনি সবার কাছে দোয়াপ্রার্থী।