অসহায় মেয়েদের বিয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ান রুহুল আমিন রুবেল

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিন রুবেল। তিনি এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। পিতার নাম মোয়াজ্জেম হোসেন সরকার। তিনি হয়ে উঠেছেন একজন আলোকিত মানুষ।
তার প্রাধান স্বপ্ন হলো অসহায়দের মুখে হাসি ফুটিয়ে তোলা। বিগত ১৪ বছরের তিনি নিজের খরচে ধুমধাম করে ৬১ জন মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। শুধু বিয়ে দিয়েই নয় বিয়ের পরেও নিজের সাধ্যমতো তাদের সহযোগিতা করেন।
তিনি গরিব ছেলেমেয়েদের পড়ার খরচও বহন করেন। আবার শুক্রবারে এলাকার অসহায়দের মুখে তুলে দেন খাবার। কখনো বা অর্থ দিয়ে, খাবার দিয়ে, পোশাক দিয়ে থাকেন সাধারণ মানুষের পাশে। তিনি আর্থিকভাবে তেমন স্বচ্ছল নন তবুও সাহায্য করেন অসহায়দের।
তিনি নিজের এলাকায় বিএম লেডিস কর্নার ও বিএম মোবাইল হাউজ নামের দুইটি দোকান চালান। তিনি গত ১৭ নভেম্বর রাজশাহীর দিনমজুর আব্দুল খালেকের মেয়ে নাফিজার বিয়ে দিয়ে দেন ধুমধামের সাথে।
রুহুল আমিন জানান, পড়া শেষ করে তিনি চাকরির চেষ্টা না করে সামান্য ব্যাবসার পাশাপাশি এলাকার অসহায়দের জন্য কাজ করেছেন তিনি। সেই ব্যাবসার টাকায় তার পরিবার চলে।
স্থানীয় চেয়ারম্যান জানান, রুহুল আমিনের কাজ সত্যিই খুব প্রশংসার। এভাবে যদি অন্যরা আসে তাহলে দেশ সোনার বাংলা হয়ে উঠবে।