
আগামী মার্চ মাসের ১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে সশরীরে প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম।
একথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় পরামর্শ কমিটির সাথে আলোচনা করা হয়েছে।
আরো জানান এই নিয়ে আবার নতুন করে খুব তাড়াতাড়িই প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি জানান ২২ ফেব্রুয়ারি থেকে সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় গুলো খুলে দেওয়া হবে।
শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে অংশগ্রহন করতে পারবে। তিনি আরো জানান প্রাথমিক পর্যায়ের বাচ্চাদের টিকার অনুমোদন না থাকায় প্রাথমিক বিদ্যালয় গুলো একটু দেরিতে খুলা হচ্ছে।
তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেও মানতে হবে স্বাস্থ্যবিধি। মাস্ক পরিধান করে স্বাস্থ্যসম্মত উপায়ে শ্রেণিতে যোগ দিতে হবে।