আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সকল খেলা থেকে ছুটি পেয়েছেন সাকিব আল হাসান

আজ ৯ মার্চ বুধবার বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নিশ্চিত করেছে সাকিব আল হাসান আগামী ২ মাস সকল প্রকার ক্রিকেট থেকে বিশ্রামে থাকবেন।
তিনি গত ৬ মার্চ দুবাই যাওয়ার সময় সাংবাদিকদের জানান তিনি শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত।
তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বলেছিলেন, তিনি শারীরিক ও মানসিক যে অবস্থায় আছেন এই অবস্থায় তিনি বিরতি পেলে পরের খেলাগুলো সহজভাবে খেলতে পারবেন।
এই মুহুর্তে তার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব না। এর পরেই বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জানিয়েছিলেন, এই ইস্যুতে তিনি সাকিব আল হাসানকে নিয়ে সিদ্ধান্ত জানাবেন।
তাই আজ তিনি সভায় জানান, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তিনি কোনো প্রকার খেলায় অংশগ্রহণ করবেন না।
সুতরাং দক্ষিণ আফ্রিকা সিরিজে আর অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখা যাবে না। তার চাপ কমানোর কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।