
আজ ২৬ ডিসেম্বর (রবিবার) দেশের প্রায় ৮৪০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটদান কার্যক্রম শুরু হয়েছে। এটি দেশের চতুর্থ পর্যায়ের ভোটদান প্রক্রিয়া। এই আগে আরো তিনটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটদান কার্যক্রম চালু থাকবে আজ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী ৮৪০ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩৩ টি তে ইভিএম ব্যাবহৃত হবে ও বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে। কেন্দ্রগুলোতে নিরাপত্তা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাবে।
ইউনিয়ন পরিষদের এই নির্বাচন ছয়টি ধাপে অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ৩ টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ ৪র্থ এবং আগামী ৫ জানুয়ারি ও ৩১জানুয়ারি ৫ম ও ৬ষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।