করোনাভাইরাসবাংলাদেশ
আজ দেশে করোনা রোগী শনাক্ত হলো ৩৬ জন

মঙ্গলবার ৫ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত ২৪ ঘন্টায় দেশে করোনার রোগী শনাক্ত হয়েছে ৩৬ জন।
এটি গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। মঙ্গলবারে মোট ৬৮৮৫ জনকে পরীক্ষা করে মাত্র ৩৬ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এই হিসাব অনুযায়ী করোনা শনাক্তের হার ৫২ শতাংশ।
দেশে এই পর্যন্ত ১৯,৫১,৮৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে ও সুস্থ হয়েছেন ১৮,৮৫,২৫১ জন। তাদের মাঝে প্রাণহানি ঘটেছে ২৯,১২৩ জন। দেশে সর্বপ্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ তারিখে।