আজ ন্যান্সি বাগদান সম্পন্ন করলেন তৃতীয় স্বামীর সাথে

বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি গত ২৩ আগস্ট জানান তিনি ৩য় বিয়ে করছেন মহসিন নেহেদীর সাথে। অবশেষে তিনি সব অপেক্ষার অবসান ঘটিয়ে মহসিন মেহেদীকে তার ৩য় স্বামী হিসেবে সবার সামনে নিয়ে আসলেন। তিনি তার ফেসবুক হ্যান্ডেলে তার সাথে মহসিন মেহেদীর সাথে বাগদানের ছবি প্রকাশ করেছেন।
বাগদানের ছবি প্রকাশ করার সময় তিনি আজ বিকাল ৪ঃ৩৮ মিনিটে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ‘তুমি তো এখন আমারই কথা ভাবছো’ গাওয়া গানের কয়েক লাইন ও সাথে ভালোবাসার ইমোজি যুক্ত করেছেন।
তার হবু স্বামী বাংলাদেশের শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানে কর্মরত। এই বছরের এপ্রিল মাসে তিনি তার ২য় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সাথে বিচ্ছেদ ঘটান ও বিয়ে করেছিলেন ২০১৩ সালের ৪ মার্চ। এর আগে ২০০৬ সালে তিনি ব্যাবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন ও ২০১২ সালের ২৪ মে বিবাহবিচ্ছেদ করেন। তাদের মেয়ের নাম রোদেলা।