বাংলাদেশ
আতশবাজি ও ফানুস থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় আগুন

ইংরেজি নতুন বছর ২০২২ সাল উদযাপনের সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ফানুস উড়ানো হয়েছে ও আতশবাজি ফাটানো হয়েছে। রাজধানীর বেশকিছু জায়গায় আতশবাজি ও ফানুস থেকে আগুন লাগার ঘটনা ঘটার সংবাদ পাওয়া গেছে। পরে রাত ২ টার মধ্যেই ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।
রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, যাত্রাবাড়ী, ডেমরা, সূত্রাপুর, তেজগাঁও, লালবাগ ও কেরানীগঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস বলে যাত্রাবারী ছাড়া অন্য স্থানগুলোতে জানমালের ক্ষতির খবর পাওয়া যায় নি। তবে যাত্রাবাড়ীতে কেউ আহত হয় নি।
তারা আরো জানান, সময়মতো আগুন নিয়ন্ত্রনে আনা গেছে তাই তেমন সমস্যা হয় নি। যাত্রাবাড়ীর একটা তিন তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘন্টা সময় লেগেছে।