খেলাধুলা
আনন্দবাজার পত্রিকা কোহলি ও রোনালদোকে ‘ছাগল’ বলেছে

ম্যানচেস্টার ইউনাইটেড যেখানে রোনালদো ও কোহলিকে সর্বকালের সেরা খেলোয়াড় বলে এক টুইট বার্তায় জানান সেখানে আনন্দবাজার পত্রিকা লিখেছে দুই ছাগল।
ম্যানচেস্টার ইউনাইটেড টুইট বার্তায় লিখে, একজন খুব ফিট যেখানে তার বয়স ৩৬ বছর, আরেকজনের উইকেটের মাঝখানের দৌড় দেখে সবাই চমকে যায়।
টুইটটি আবার রিটুইট করে লেখা হয় “এক শহর,দুই গোট”। অর্থাৎ দুইজনকেই গ্রেটেস্ট অব অলটাইম হিসেবে তারা মেনে নিয়েছে।
কিন্তু আনন্দবাজার পত্রিকা এই খবরকে লিখলো ” দুই ছাগল এক শহরে,ফুটছে ম্যানচেস্টার “। এটিকে এখানে মুদ্রণজনিত সমস্যা মনে হলেও একই ভুল শব্দ কয়েকবার ব্যাবহার করায় সংবাদপত্রের অনুবাদের প্রশ্ন ও হাসির কারণ হয়ে দেখা দিয়েছে নেট দুনিয়ায়।