বাংলাদেশ

আনন্দ মোহন কলেজ ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনায় ছিনতাইকারী আটক ১

ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ ছাত্র খলিলুর রহমানকে ছুড়ি দিয়ে আঘাত করা ঘটনায় প্রধান আসামী ছিনতাই কারীকে দ্রুত সময়ে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

আসামী হলেন আকুয়া গরুর খোয়ার জাকির হোসেন ছেলে মোঃ আকরাম হোসেন (২৫)।

প্রাপ্ত অভিযোগ পত্রে জানা যায়, কলেজ ছাত্র খলিলুর রহমান আকন্দ (২৪) সানকিপাড়া মেসে থেকে আনন্দ মোহন কলেজে অনার্স ৪র্থ বর্ষে লেখাপাড়া করেন।

আনন্দ মোহন কলেজ ছাত্রকে ছুরিকাঘাত ( খলিলুর রহমান)

গতকাল মঙ্গলবার নতুন বাজার হইতে সানকিপাড়া মেসে যাওয়ার পথে উক্ত তারিখ রাত ৯.১৫ সময় কলেজ রোড আনন্দ মোহন কলেজের মহিলা হোস্টেলের পিছনে ছিনতাইকারী তার ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ে পথরোধ করে অটোরিক্সা হতে নেমে পেটে চাকু ধরে ভয়ভীতি প্রদর্শন করে।

কোন কিছু দিতে অস্বীকার করলে আসামী হাতে থাকা চাকু দিয়া বুকের বাম পাশে আঘাত করে ও আঙ্গুলে ফেস মেরে তার মোবাইল নিয়ে যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করেন ।

আনন্দ মোহন কলেজ ছাত্রকে ছুরিকাঘাত ( খলিলুর রহমান)

ওসি তদন্ত ফারুক হোসেন বলেন, আমরা ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনা স্থলে যায় ও অভিযান পরিচালনা করি। ছিনতাইকারী মোঃ আকরাম হোসেন (২৫) কে গ্রেফতার করে ছিনতাই যাওয়া উপরোক্ত মালামাল উদ্ধার করি। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
%d bloggers like this: