আফগানিস্তান এখন তালেবানের দখলে

আফগানিস্তান এখন তালেবানের দখলে
গতকাল রবিবার তালেবান রাজনৈতিক দলের মুখপাত্র মোহাম্মদ নায়েম জানিয়েছেন আফগানিস্তানের যুদ্ধ শেষ হয়েছে।তিনি কাতারভিত্তিক সংবাদপত্র মাধ্যম আল- জাজিরার এক সাক্ষাৎকারে এই তথ্যটি ঘোষণা করেছেন আর বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
নায়েম জানিয়েছেন যে তারা আফগানিস্তানের নেতাদের সাথে বৈঠকে বসতে প্রস্তুত।তার সাথে সাথে আফগান নেতাদের সুরক্ষার নিশ্চয়তা প্রধান করবে তালেবানরা।তিনি আরও জানান তালেবানরা শান্তিপূর্ণ সম্পর্ক চায় তারা কোনো যুদ্ধ চায় না।তার সাথে তিনি আর যুক্ত করেন তারা কারো ক্ষতি চায় না বা আফগানিস্তানের মাটি কাউকে আক্রমণ করার জন্য ব্যবহার করতে চান না।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণির সরকারের পতন নিশ্চিত করেছে তালেবানরা।গতকাল তালেবানরা কাবুল দখল করে নিলে তিনি দেশ ছেড়ে তাজিকিস্তানে চলে গেছেন।আজ সোমবার তালেবানদের অধীনে আফগান একটি নতুন সকালের সুচনা করেছে।অনেক আফগানদের জন্য ভয়, আতংক, আর কাবুল ছাড়ার মত মনোভাব নিয়ে সকাল শুরু হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমেরা যে খবর দিচ্ছে তা থেকে জানা গেছে সোমবারের সকালটা তাদের জন্য স্বস্তির নয়।তালেবানরা দখল নেওয়ার পর থেকেই সবার মধ্যে একটা আতংকের সৃষ্টি হয়েছে পুরো কাবুলে।অনেকে কাবুল ছেড়ে যাওয়ার চিন্তা করছে।বিবিসির সংবাদে জানানো হয়েছে যারা দেশ ছাড়তে চায় তাদের সুযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলে আহবান জানানো হয়েছে।এজন্য একসাথে ৬০ টি দেশ বিবৃতি জানিয়েছে।