আবারো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো দুই সপ্তাহ

চলমান শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়ানো হলো। ৬ ফেব্রুয়ারী পর্যন্ত বন্ধ থাকার পর এখন তা বাড়িয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু শিক্ষাবিদরা বলছেন, সব কিছু খোলা রেখে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে করোনা ঠেকানো যাবে না।
তারা মনে করছেন স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেত। করোনা সংক্রমণ কমানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া সঠিক সমাধান নয় বলে মনে করছেন তারা।
এভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাতে শিক্ষার্থীদের ক্ষতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষাবিদেরা।
তাই শিক্ষাবিদদের মতামত স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান যত তাড়াতাড়ি খুলে দেওয়া হবে শিক্ষার্থীদের জন্য তত সুফলদায়ক হবে।
শিক্ষামন্ত্রী ছুটি বাড়ানোর সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।