আবার গুঞ্জন উঠলো শ্রদ্ধা কাপুরের প্রেম ও বিয়ে নিয়ে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্পর্কে অনেক দিন ধরেই শুনা যাচ্ছিল যে তিনি প্রেম করছেন ফটোগ্রাফার রোহানের সাথে এবং বিয়ে করবেন। এই খবর বেশ কয়েক বছর যাবতেই চলছে। এই গুঞ্জন আবার নতুন করে শুনা যাচ্ছে।
এই বিয়ে আর প্রেমের কাহিনিকে উসকে দিয়েছেন শ্রদ্ধার কাজিন প্রিয়াংকা শর্মা। পরে একটা সাক্ষাৎকারে তাকে তার বিয়ে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এই সম্পর্কে তার কোনো বক্তব্য নেই, বিয়ে তার জন্য অবশ্যই আনন্দের বিষয় তিনি কেনই বা চাইবেন না বিয়ে করতে। আর যদি প্রশ্ন হয় তিনি কি বিয়ের অপেক্ষায় আছেন কিনা তাহলে তিনি বলবেন হ্যাঁ তিনি বিয়ের অপেক্ষায় আছেন।
এই সাক্ষাৎকারের পর থেকেই তার বিয়ে নিয়ে গুঞ্জন আরও বেড়ে গেছে। তার মাসি বলেন এরকম কিছু হলে সবাই খবর পাবে। এখন সবাই এই বিষয় নিয়ে কথা বললেও তিনি বলেন তারা দুইজন ভালো বন্ধু। তাকে রোহানের সাথে বিয়ের কথা জিজ্ঞেস করলে তিনি এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।
বাঘি -থ্রি তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল । রনভীর কাপুরের বিপরীতে লাভ রঞ্জনের একটা ছবিতেও তিনি কাজ করেছেন।