বিনোদন
আবার বিয়ে করলেন অভিনেত্রী সারিকা

ছোটপর্দার অভিনেত্রী সারিকা সাবরিন দ্বিতীয় বিয়ে করছেন গত ২ ফেব্রুয়ারি। তার বরের নাম টেক্সটাইল ইঞ্জিনিয়ার।
তার পাশাপাশি তিনি একজন গিটারিস্ট, গীতিকবি, ও সংগীত পরিচালক। সারিকার বর্তমান স্বামীর নাম রাহি।
মঙ্গলবার ৮ জানুয়ারি তিনি নিজে বিয়ের কথা বলতে গিয়ে বলেন, দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে। করোনার জন্য বড় করে বিয়ে সম্পন্ন করা সম্ভব হয় নি।
পরিবারের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত থাকায় বিয়ে একটু দেরিতে হয়েছে নাহয় আরো আগে বিয়ে হতো। তাই বাসাতেই বিয়ে হয়েছে।
তিনি আরো বলেন গত ডিসেম্বর মাসের ১২ তারিখ তাদের বাগদান হয়েছিল। ৩ ফেব্রুয়ারি তিনি তার শ্বশুরবাড়ি যান।
তিনি বলেন তার শাশুড়ী ও ননদ তাকে ফুল দিয়ে বরণ করে কেক কাটেন। তার শ্বশুর বেঁচে নেই। তিনি আগামী ১২ তারিখ ফটোশুট করবেন ও ২১ তারিখ নাটকের কাজ শুরু করবেন।