আয়ের দিক দিয়ে শীর্ষে আছে ক্রিস্টিয়ানো রোনালদো

যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ফোবার্স তাদের প্রতিবেদনে প্রকাশ করেছেন চলতি বছরে সবচেয়ে বেশি আয় করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাদের মতে, তার আয় প্রায় ১১শ কোটি টাকা। এই হিসাব করলে মেসির আয় তার থেকে দেড়শো কোটি কম। আর তৃতীয় অবস্থানে আছেন নেইমার। সেরা ১০ এর নামে আছেন সালাহ ও এমবাপ্পের মত খেলোয়াড়েরা।
কিছুদিন আগে তিনি য়্যুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন। এই বছরে কর বাদ দিয়ে তিনি আয় করবেন ১২৫ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায়১১০০ কোটি টাকা।
ফোবার্সের তালিকায় রোনালদোর পরেই আছেন মেসি। পিএসজির হয়ে তিনি আয় করবেন ১১০ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৯৯০ কোটি টাকা। এর পরেই আছেন মেসি যিনি আয় করবেন ৯৫ মিলিয়ন ডলার।
এর পরেই আছেন কিলিয়ান এমবাপ্পে যার আয় ৪৩ মিলিয়ন ডলার। পরে আছেন মোহাম্মদ সালাহ,রবার্ট লেভান্ডভস্কি, আন্দ্রেস ইনিয়েস্তা, গ্যারেথ বেল ও এডেন হ্যাজার্ড।