আন্তর্জাতিক
ইউক্রেনের শিশু হাসপাতালে বোমা হামলা চালালো রাশিয়া

বুধবার ৯ মার্চ এক বিবৃতিতে মারিওপোল সিটি কাউন্সিল অভিযোগ জানায় সেখানের একটা শিশু হাসপাতাল ধ্বংস করে দিয়েছে রাশিয়া।
রুশ বাহিনী সেই হাসপাতালে কয়েকটি বোমা ফেলেছে। এতে অনেকে আহত হয়েছে। কিন্তু আহতের সংখ্যা এখনো জানা যায় নি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ান বাহিনী সরাসরি মারিওপোল হাসপাতাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে।
অনেক শিশু ও সাধারণ জনগন এই ধ্বংসস্তুপের নিচে রয়েছে। তার সাথে যোগ করে তিনি রাশিয়ার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনার ক্ষমতা আছে কিন্তু আপনার মানবতা হারিয়ে গেছে। হত্যা বন্ধ করুন।