বিনোদনআন্তর্জাতিক
ইসলামে হিজাবের বাধ্যবাধকতা আছেঃ জাইরা ওয়াসিম

রুপালি দুনিয়া থেকে নিজেকে দূরে রাখতে গিয়ে অভিনয় ছেড়েছিলেন দঙ্গল কন্যা জাইরা ওয়াসিন।
এবার তিনি কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে কথা বলেন। সেখানে তিনি বলেন হিজাব কারো ব্যাক্তিগত পছন্দের বা অপছন্দের বিষয় নয়।
ইসলামে হিজাব পড়ার বাধ্যবাধকতা রয়েছে। তাই মুসলিম নারী হিসেবে সকলের হিজাব পরিধান করতে হবে।
তিনি এমন বক্তব্য প্রকাশ করেছেন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে। তিনি আরো বলেন, সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তাই আমাদের হিজাব পড়া উচিত।
তিনি বলেন মুসলিম নারীর পড়ার সময়ে তাকে পড়া অথবা হিজাব একটা বেছে নিতে বলা হচ্ছে। যা মুসলিম নারীদের প্রতি অবিচারের সমতুল্য।
তিনি নিজে হিজাব পড়েন ও ইন্সট্রাগ্রাম থেকে তার সকল ছবি সরিয়ে নিয়েছেন। কর্ণাটকে হিজাব পড়ার বিষয়টি এখনো হাইকোর্ট এর বিচারাধীন রয়েছে।