ঈদকে সামনে রেখে রাজধানীতে বাড়তে পারে অপরাধ

রাজধানীতে আগের তুলনায় চুরি ছিনতাইয়ের ঘটনা অনেক বেড়েছে। তবে সামনের ঈদে এর পরিমান আরো বাড়তে পারে বলে বলেছে ঢাকা মহানগর পুলিশ।
তাই এসব অপরাধ নিয়ন্ত্রনে আনার জন্য অপরাধীদের একটা তালিকা প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশের কমিশনার।
রবিবার ২০ মার্চ মাসিক অপরাধ সভার এসব কথা বলেন তিনি। তিনি বলেন, অপরাধ প্রতিরোধ করার জন্য তাদের প্রথমে শনাক্ত করতে হবে।
পরে তাদের গ্রেফতার করে আইনের আয়ত্তায় আনতে হবে। তিনি বলেন, ঈদে মানুষ বিপণিকেন্দ্রে বেশি আসা যাওয়া করে। এমনকি অনেকে গভীর রাত পর্যন্তও কেনাকাটা করবে।
তাই তাদের নিরাপত্তা জোরদার করতে হবে। রমজান মাসে স্কুল খোলা থাকবে ফলে ট্রাফিক ব্যাবস্থাপনার উপরে একটা চাপ পড়বে।
তাই তিনি বড় মোড়গুলোতে ট্রাফিক পুলিশদের সাহায্য করার কথা বলেন থানার টহল দলগুলোকে। আর যদি কোনো অনিয়ম চোখে পড়ে তবে অবশ্যই সংশ্লিষ্ট বিভাগকে জানাতে হবে বলেও জানান তিনি।