বিনোদন
ঈদে নতুন কাজে দেখা যাবে না নুসরাত ইমরোজ তিশাকে

চলতি বছরের ৫ জানুয়ারি সবাইকে খুশির খবর দিয়েছেন নুসরাত ইমরোজ তিশা। তিনি মেয়ে সন্তানের মা হয়েছেন।
সবাই ভাবছেন মেয়ে হওয়াতে তিনি এবার অভিনয় থেকে একটু দূরে থেকে ছুটি কাটাচ্ছেন। কিন্তু তিশা বলেন এই বাস্তব জীবনে মায়ের চরিত্রে তিনি অনেক ব্যাস্ত।
তিনি জানান, তিনি মেয়েকে নিয়ে ব্যাস্ত সময় পার করছেন। প্রতিবছরেই ঈদে তিনি নাটকে অভিনয় করেন।
কিন্তু সন্তান ধারণের পর থেকেই তিনি অভিনয় থেকে দূরে আছেন। গণমাধ্যম তিশার কাছে জানতে চেয়েছে এই ঈদে কি তিনি নাটকে থাকবেন কিনা।
তিনি জানান, ঈদে কোনো নতুন নাটক প্রচারের সম্ভাবনা নেই। তিনি এই সময় তার সন্তানকে দিতে চাচ্ছেন।
তিনি এইবার সন্তানের সাথে ঈদ কাটাতে চাচ্ছেন। এখনো তিশা ফারুকির সন্তানকে দেখেননি তাদের পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ।
তাই তাদের ভক্তরা সন্তানকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন।