প্রচ্ছদ
উৎসব পালন করতে গিয়ে ডলফিনের রক্তে লাল হলো সমুদ্রসৈকত

উত্তর আটলান্টিক সাগরের ফারো নামক দ্বীপপুঞ্জে ১২ সেপ্টেম্বর একদিনে ১৪২৮ টি ডলফিন প্রাণ হারিয়েছে। ডলফিন গুলোকে হত্যা করা হয়েছে। ডলফিনের রক্তে লাল হয়ে গেছে সমুদ্রের পানি মনে হচ্চে যেন এর পানি লাল রঙের।
কর্তৃপক্ষ জানায়, চতুর্থ শতকের প্রথা অনুসারে মাংস ও চর্বি সংগ্রহ করার উদ্দেশ্য এই ডলফিনদের হত্যা করা হয়। এই দ্বীপে এখন পর্যন্ত কয়েক হাজার ডলফিনের প্রাণ নেওয়া হয়েছে কিন্তু একদিনে ১২ সেপ্টেম্বর প্রাণ হারালো সর্বোচ্চ।
পরিবেশ কর্মীরা এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন এভাবে জীবজগৎ ধ্বংস হলে প্রকৃতির উপর বিপর্যয় নেমে আসবে। এর বিরুদ্ধে পদক্ষেপ না নিলে এর মাত্রা আরো বেড়ে যেতে পারে।