এই নিয়ে ১০ বছরে ২৫ বার পালালো আসামের এক নারী ফেরার অপেক্ষায় স্বামী

ভারতের আসামে ধিঙ্গ লাহকর গ্রামের এক নারী তার স্বামীকে রেখে কয়েকবার পরপুরুষের সাথে পালিয়ে গেছে তবুও তার স্বামী তার স্ত্রীর জন্য অপেক্ষা করে থাকে ও তাকে মেনে নেয়।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী বিয়ের ১০ বছরের মধ্যে এই নারী কয়েকবার শ্বশুরবাড়ি থেকে অন্য লোকের হাত ধরে চলে গেছে। পরে আবার যখন ফিরে আসে তখন তার স্বামী ও শ্বশুরবাড়ির সকলেই তাকে মেনে নেয়।
নারীটির স্বামী একজন গাড়িচালক। তাদের এক মেয়ে ও দুই ছেলে আছে। প্রতিবেশীরা জানায় বিয়ের পর থেকেই এই নারীর একাধিক পুরুষের সাথে সম্পর্ক গড়ে উঠে ও পালিয়ে যায়। ৭ দিন ১০ দিনের জন্য নিরুদ্দেশ হয়ে আবার ফিরে আসে। পরে এসে ভুল স্বীকার করে এমন করবে না বলে কথা দেয়। কিন্তু কিছুদিন পরে আবার একই ঘটনা ঘটায়।
পালানোর আগে নানা অযুহাত দিয়ে যায়। গত সপ্তাহে পালানোর সময় পাশের বাড়িতে বাচ্চা রেখে ছাগলের খাবার আনার অযুহাত দিয়ে চলে যায়।
এইবার ২২০০০ রুপি নিয়ে পালিয়েছে। আর পালালেন এই নিয়ে ২৫ বার। এখনো তার কোনো খবর পাওয়া যায় নি।