প্রচ্ছদ
একসাথে দুই প্রেমিকাকে বিয়ে করলো এক যুবক

২০ এপ্রিল বুধবার পঞ্চগড় আটোয়ারী উপজেলার রোহিনী চন্দ্র বর্মন নামের এক যুবক একইসাথে দুই প্রেমিকাকে বিয়ে করলেন।
তার দুই প্রেমিকার নাম মমতা রানী ও ইতি রানী। একসাথে দুইজনকে বিয়ে করে একসাথেই ঘরে তুলে নিলেন তিনি।
দুই প্রেমিকার সাথে যুবকের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়রা জানান, ইতি রানীর সাথে যুবকের অনেকদিন ধরে প্রেম ছিল।
পরে কিছুদিন আগে তারা বাড়িতে না জানিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে। গোপনে বিয়ে করার পরে আবার মমতা রানীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন যুবক।
গত ১২ এপ্রিল মমতার সাথে দেখা করতে গেলে মমতার বাড়ির লোক রোহিনীকে আটক করে। পরের দিন ১৩ এপ্রিল মমতা ও রোহিনীর বিয়ে দিয়ে দেয় পরিবারের লোকেরা।
নতুন করে আবার বিয়ের কথা জানতে পেরে আগের স্ত্রী ইতি রানী অনশন শুরু করলে আনুষ্ঠানিকভাবে দুইজনকেই বিয়ে করে নেয় রোহিনী।