বিনোদন
এবার মামলা হলো বলিউড তারকা অক্ষয়,সালমান ও অজয়ের বিরুদ্ধে

বলিউডের নামকরা অভিনেতা সালমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, ও রাকুলের মত এমন আরও ৩৮ জনের বিরুদ্ধে একটা মামলা করেছেন দিল্লির উকিল। যার নাম গৌরব গুলাটি। মামলায় বলিউড তারকাদের সাথে দক্ষিনী তারকাদের নামও আছে।
২০১৯ সালে হায়দারাবাদে এক মেয়েকে ৪ পুরুষ মিলে গণধর্ষণ করেছিল ও পরে আগুনে পুড়ে মেরে ফেলেছিল। এই ঘটনার তীব্র নিন্দা জানান সবাই। তখন বলিউডের এই অভিনেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু লিখে সমবেদনা জানান। কিন্তু অনেক তারকাই মেয়েটির পরিচয় প্রকাশ্যে নিয়ে এসেছেন তাই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
উকিল গৌরব বলেন এভাবে একজন গণধর্ষিতার নাম সবার সামনে প্রকাশ করে সমবেদনা জানানো ঠিক হয় নি। সমবেদনা জানানোর জন্য তারা যে উপায় অবলম্বন করেছে তা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়। যা আইন ভাঙ্গার সমান।
তাই তিনি মামলা করার পাশাপাশি তাদেরকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন।