খেলাধুলা
এমবাপ্পের গোলে জয় পেলো পিএসজি

ফরাসি খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে তার হ্যাটট্রিক দিয়ে ভেনেসকে ৪-০ গোলে হারিয়েছে এবং শেষ ষোলো নিশ্চিত করতে সাহায্য করেছে পিএসজি দলকে।
লিওনেল মেসি, নেইমার সহ আরো অনেক খেলোয়াড়েই খেলছে না। তাদের সবার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন এমবাপ্পে।
পিএসজি প্রথম গোলটি করে খেলার ২৮ মিনিটের মাথায়। পরে বিরতির পর ৭১ মিনিটেই দুই দলের গোলের ব্যাবধান হয়ে যায় ৪-০। এমবাপ্পের হ্যাটট্রিক নিয়ে মাঠ ছাড়ে পিএসজির খেলোয়াড়রা।