শিক্ষা
এসএসসি ও এইচএসসি পরীক্ষার পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

শনিবার ২৫ সেপ্টেম্বর সকালে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীকে নিয়ে ডিজিটাল প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি উপস্থিত ছিলেন।
সেখানে শিক্ষামন্ত্রী বলেন, তাদের পরিকল্পনা আছে আগামী নভেম্বর মাসে এসএসসি ও ডিসেম্বর মাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার। তার পাশাপায়াহি তিনি বলেন আর ৩ সপ্তাহ পরে সিদ্ধান্ত নেওয়া হবে প্রাক প্রাথমিক শিশুদের স্কুলে অংশগ্রহণ করার ব্যাপারে।
তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শিক্ষার্থীদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কিন্তু তা সত্য নয়।
তিনি বলেন অবস্থা বুঝে লাগলে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হতে পারে কিন্তু এখনো তেমন অবস্থার সৃষ্টি হয় নি।