এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিট হবে Z আকারে

এইবার এসএসসি ও এইচএসসি পরিক্ষার্থীরা এক বেঞ্চে একজন বসে ইংরেজি Z বর্নের মত করে বসবে। যা দুই শিফটে সম্পন্ন হবে।এসএসসি পরীক্ষার প্রশ্ন তৈরি হয়েছে এবং এইচএসসি পরীক্ষার প্রশ্ন ছাপার কাজ শুরু হয়ে গেছে। এসএসসি পরিক্ষা নভেম্বরে ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়া হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিট হবে Z আকারের
পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। তিনটি নৈর্বাচনিক বিষয়ে সংক্ষিপ্ত আকারে ছয়টি পরীক্ষা নেওয়া হবে। ১০ টি প্রশ্নের মধ্যে ৪ টির উত্তর দিতে হবে। শিক্ষা মন্ত্রণালয় এর ঘোষণা অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার সময় হবে ১ ঘন্টা ৩০ মিনিট। রচনামূলক প্রশ্নে ৩৫ ও এমসিকিউ ১৫ নম্বরে হবে। এই মোট ৫০ নম্বরে পরীক্ষা হবে। পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলতি মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেছেন শিক্ষার্থীদের অটোপাশ দিয়ে তাদের মেধা নিশ্চিত করতে চান না তারা।
আবশ্যিক বিষয় বাংলা,সাধারণ গণিত, ইংরেজ, ধর্ম,আইসিটি এবং চতুর্থ বিষয় এর পরিক্ষা নেওয়া হবে না। এসএসসি শিক্ষার্থীদের জেএসসি এবং এইচএসসি পরিক্ষার্থীদের এসএসসি ও জেএসসি পরীক্ষার ফল অনুযায়ী মূল্যায়ন করা হবে।
আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা না হলে তাদের নির্ধারিত অ্যাসাইনমেন্ট করতে হবে। প্রতি সপ্তাহে দুই স্তরে দুইটি করে অ্যাসাইনমেন্ট করে নিজ নিজ প্রতিষ্ঠানে জমা করতে হবে। যারা এখনো এগুলো সম্পর্কে জানে না তাদের সঙ্গে মাঠ কর্মকর্তা ও শিক্ষকদের যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।