প্রচ্ছদলাইফস্টাইল
অনন্য মামুনের ওয়েব সিরিজে নতুন লুকে আসছে অপু ভাই।

জুনিয়র ভার্সেস জুনিয়র নামের নতুন য়েব সিরিজ তৈরি করতে যাচ্ছেন পরিচালক অনন্য মামুন। সেই সিরিজে পরিচিত টিকটকার অপু ভাই অভিনয় করবেন। এই উপলক্ষে অনন্য মামুন তার ফেসবুক পেইজ এ অপু ভাই এর দুইটি ছবি প্রকাশ করেছেন। অনন্য মামুনের ওয়েব সিরিজে নতুন লুকে আসছে অপু ভাই।

তিনি আরো বলেছেন কে কিভাবে নিবে তিনি জানেন না কিন্তু তিনি মানুষের সম্মান রক্ষায় চেষ্টা করে যাচ্ছেন। সিরিজে অপু ভাই যে চরিত্রে আসবে তার নাম আলিয়ান। অভিনয় করার আগে অপু ভাই ১ মাস প্রশিক্ষণ নিবে।
সোশাল মিডিয়া তে তিনি অনেক জনপ্রিয় কিন্তু তিনি একবার এক ঘটনায় গ্রেফতার হয়েছিলেন। তার পর থেকেই তিনি অনেক আলোচিত নাম হয়ে দাড়িয়েছেন। এখন তিনি নরসুন্দর এক লুক নিয়ে আবার ফিরে এসেছেন। তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লুক দেখে সবাই অবাক।