প্রচ্ছদসর্বশেষ সংবাদ
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

গতকাল দুপুর দেড়টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তৌফিক মকবুল (২২) নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের এক শিক্ষার্থী প্রাণ হারালো।
তৌফিক বাস করতো রাজধানীর শ্যামলী আদাবর এলাকায়। বাবার নাম নুরুল আমীন।
সৈকত ব্যাবস্থাপনা কমিটি জানায় তৌফিক তার দুই বন্ধুসহ বুধবার দুপুরে সাগরে নেমেছিল গোসল করতে। পরে ভাটার টানে তারা ভেসে যায়। পরে লাইফগার্ডের সদস্যরা আসে ও তাদের উদ্ধার করে। তৌফিককে হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।
তার বন্ধু সাদমান জানায় তারা কক্সবাজারের কলাতলী সড়কের একটা আবাসিক হোটেলে উঠে ও পরে ৩ জন সমুদ্রে নামে।
তাদের আরেক বন্ধু সোয়াদ আহমদ ইয়াসিন এখনো চিকিৎসাধীন আছে। আর তৌফিকের মৃতদেহ মর্গে রাখা হয়েছে।