স্বাস্থ্যকরোনাভাইরাসবাংলাদেশ
করোনার মুখে খাওয়ার প্রতি ডোজ ওষুধের দাম ৩০০০ টাকাঃ স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে বাজারজাত শুরু হলো করোনার জন্য মুখে খাওয়া দুইটি বড়ি। এই ওষুধ তৈরি হয়েছে আমেরিকায় আর বাংলাদেশে ওষুধগুলো বাজারজাত করছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস। আর এর প্রতি ডোজ ওষুধের দাম হতে পারে তিন হাজার টাকা।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক একটি অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন এই ওষুধ শুধু যারা করোনায় আক্রান্ত হবে তারা ছাড়া আর কেউ নিতে পারবে না। তবে এই ওষুধ অবশ্যই ভ্যাকসিনের বিকল্প হিসেবে কাজ করবে না।
একডোজ ওষুধ মোট ৫ দিন খেতে হবে ও মোট ট্যাবলেটের দাম ১৬০০০ টাকা। তিনি আরো বলেন এর কার্যকারিতা হবে ৮৮ ভাগ বলে জানান স্বাস্থ্যমনন্ত্রী।
তিনি বলেন আগামী মাস থেকে দেশে ওয়ার্ড পর্যায়ে এর কাজ শুরু হয়ে যাবে। প্রায় ৪ কোটি ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য রয়েছে ২৮ হাজার বুথে।