প্রচ্ছদশিক্ষা

করোনায় আক্রান্ত হলো বগুড়া জিলা স্কুলের দুই ছাত্রী

বগুড়া জিলা স্কুলের দশম শ্রেনির দুই ছাত্রী করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে স্কুলটির প্রধান শিক্ষক।

বিদ্যালয় থেকে জানা গেছে, স্কুল খোলার পর তারা প্রতিদিনের ক্লাসে আসতো। কিন্তু হঠাৎ করে না আসায় শিক্ষকগণ খবর নিলে অভিভাবকরা জানায় ছাত্রীদের করোনা হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক বলেন যাতে অন্য সুস্থ শিক্ষার্থীরা সংক্রমিত না হয়ে পড়ে এজন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চললে আশা করা যায় সংক্রমণ ছড়িয়ে পড়বে না।

স্কুলের এক ছাত্রী জানায় প্রতিদিনেই ক্লাসে কয়েকজন করে অনুপস্থিত থাকে। তবে মেসেঞ্জারে একটা গ্রুপ আছে যেখানে তারা তাদের স্কুলে না আসার কারণ জানায়।

এবার করোনায় শিক্ষার্থীরা আক্রান্ত হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়ায় অনেক অভিভাবকেরা আপাতত বাচ্চাদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
%d bloggers like this: