করোনা হানা দিলো আর্জেন্টিনা শিবিরে

আর্জেন্টিনার ফুটবল দল ব্রাজিলে বিস্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে যে সমস্যায় পড়েছিল তা এখনো সমাধান হয় নি আর এর সাথে সাথেই শুরু হল আরেক বিপদ।
তাদের দলের এক টিম স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন কিন্তু আক্রান্ত ব্যাক্তির কথা এখনো জানায় নি তারা। তবে আর্জেন্টিনা ফুটবলভিত্তিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী আক্রান্ত ব্যাক্তি মূলত দলের রাঁধুনি।
এর পরে খেলোয়াড়দের করোনা পরীক্ষার ফল নেগেটিভেই এসেছে। তবুও খেলোয়ারদের অনুশীলন ক্যাম্পে নেওয়া নিয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে যাতে কারো শরীরে ছড়িয়ে না পড়ে। যারা সেই রাঁধুনির সংস্পর্শে ছিল তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময় শুক্রবার ভোরে নিজেদের শেষ ম্যাচ হিসেবে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা আর আগের ব্রাজিলের সাথে স্থগিত ম্যাচ নিয়ে এখনো সিদ্ধান্ত হয় নি।