
আজ ভাদ্র মাসের ১২ তারিখ। আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী। ছোট সেই দুখু মিয়া যিনি রুটির দোকানে কাজ করতেন, গান গাইতেন লেটোর দলে, যোগ দিয়েছেন বিশ্বযুদ্ধে তিনিই পরবর্তীতে হয়ে উঠেন আমাদের জাতীয় কবি। তার লেখক জীবনকাল ছিল মাত্র ২২ বছর। এই সময়ে তিনি কবিতা, গান,উপন্যাস, ছোটগল্প,কাব্যগ্রন্থ দ্বারা সকলের মনে ও বাংলা সাহিত্যে এক মুল্যবান আসন গ্রহন করেছেন। তিনি ছিলেন সৃষ্টিশীল প্রতিভার আরেক নাম।
এই মাহান ব্যাক্তিত্বের জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে। পরে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ দিয়ে মানুষের মনে জায়গা তৈরি করে নিয়েছেন । পরে মাত্র ৪৩ বছর বয়সে বাকশক্তি হারান।১৯৭২ সালে তাকে বাংলাদেশে এবে মর্যাদা দেওয়া হয় জতীয় কবির । পরে ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র পিজি হাসপাতালে তিনি তার শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পরেও তিনি বেঁচে থাকবেন সবার মনে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৫তম মৃত্যুবার্ষিকী।