কিডনি হাসপাতালে ডায়ালাইসিস বন্ধ থাকায় ভোগান্তিতে রোগী ও স্বজনেরা

গত বুধবার জাতীয় কিডনি ইন্সটিটিউট এবং হাসপাতালে হঠাৎ করেই রোগীদের ডায়ালাইসিসি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
তখন এই অবস্থায় রোগীর স্বজনেরা ক্ষুব্ধ হয়ে উঠে।রোগী ও তার স্বজনেরা জানায় কোনো প্রকার পূর্ব ঘোষণা দেওয়া হয় নি এই ব্যাপারে।
আবার কবে থেকে সেবা দেওয়া হবে এই বিষয়ে কিছু বলছে না কর্তৃপক্ষ। এর প্রতিবাদে তারা আজ ২ ফেব্রুয়ারি সকালে দশটার দিকে বিক্ষোভ শুরু করে ও দুপুরবেলা অবরোধ শুরু করে দেয়।
অবরোধের সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘন্টাখানেক অবরোধের পর আইন শৃঙ্খলা বাহিনী আসে ও অবস্থা নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দেন ডায়ালাইসিসের কাজ খুব তাড়াতাড়িই শুরু করে দিবেন। কিন্তু এর পরেও শুরু হয় নি।
হাসপাতালের পরিচালক জানান, দায়িত্বপ্রাপ্ত ভারতীয় প্রতিষ্ঠান অর্থ সংকটে পড়ায় ডায়ালাইসিস বন্ধ করে দেওয়া হয়েছে।
আবার আরেক চিকিৎসক জানান, ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডোর বকেয়া টাকা আদায়ের কৌশল হিসেবে সেবা বন্ধ করে দিয়েছে।