বিশেষ সংবাদবাংলাদেশ
ক্যাপ্টেন নওশাদ কাইউম মারা গেছেন।

মারা গেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইউম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩০ আগস্ট) মারা যান তিনি. বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন.
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট গত ২৭ আগস্ট ওমানের মাসকাট থেকে ঢাকায় ফিরছিল। অই দিন মধ্য আকাশেই বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইউম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিমানের সেকেন্ড পাইলট তাৎক্ষণিক ভাবে বিষয়টি আঁচ করতে পেরে জরুরিভিত্তিতে বিমানটি অবতরণ করান ভারতের নাগপুরে। বিমানের সিডিউল ফ্লাইট ‘বিজি ০২২’ ফ্লাইটে এই ঘটনা ঘটে। ১২৪ জন যাত্রী ছিলেন ওই ফ্লাইটে।
নাগপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় ক্যাপ্টেন নওশাদ কাইউম কে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার মারা যান তিনি।