
১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচনের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আব্দুর রশীদ ও বজলুল হুদাকে নেতা ও সংসদ সদস্য বানায়। এই দুইজনেই ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনী। গত বুধবার বিকেলে ১১শ জাতীয় সংসদের ১৪ তম অধিবেশনে তিনি এসব কথা বলেন।
ঐ দিন সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফসহ আরও যে ৭ জন মারা গেছেন তাদের প্রতি শোক প্রস্তাবের আলোচলায় অংশ নেন শেখ হাসিনা। তিনি অধিবেশনে বলেন জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনীদের যেভাবে বিভিন্ন দূতাবাসের চাকুরি দিয়ে দেশ ত্যাগ করার পুরুস্কার দিয়েছিলেন ঠিক একইভাবে বেগম খালেদা জিয়া সংসদে খুনী বসিয়েছিলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন,১৯৯৬ সালের ভোটার ছাড়া নির্বাচন অনুযায়ী চান্দিনা থেকে রশিদ কে ও চুয়াডাঙ্গা থেকে হুদাকে এনে সংসদের চেয়ারে বসান।
তিনি বলেন যে আসনে প্রয়াত মো. আশরাফ একের অধিক সময় নির্বাচিত হন তখন সেখানে খুনী রসিদকে সংসদ সদস্য বানানো হয়। শোক প্রস্তাবে আলী আশরাফের জীবিন ও কাজ নিয়ে আলোচনা করার পরে শোক প্রস্তাব গৃহীত হয়। তার পাশাপাশি বাকি কিছু ব্যাক্তিবর্গের মৃত্যুতে শোক জানান শেখ হাসিনা।