খেলাধুলা
খেলায় একের পর এক জয় ছিনিয়ে নিচ্ছে পিএসজি

খেলার মাঠে পিএসজিকে যেন কেউ থামাতেই পারছে না। সব খেলায় নিজেদের জয় ছিনিয়ে নিচ্ছে। এবার তারা হারালো মঁপিলিয়েরকে ২-০ গোলে।
খেলা শুরুর ১৪ মিনিটের মাথায় প্রথম গোল করতে সক্ষম হয় পিএসজি। প্রথম গোলটি করেন ইদ্রিস গানা গুইয়ে। ১-০ গোলে বিরতিতে গিয়ে আবার বিরতির পর খেলার শেষ দিকে ৮৮ মিনিটে দ্বিতীয় গোল করে নেয় জুলিয়ান ড্রেক্সলার। আর এই গোলের মাধ্যমে নিজেদের জয় নিশ্চিত করে নেয় পিএসজি।
খেলায় আর্জেন্টাইন খেলোয়াড় মেসি অংশগ্রহণ করেনি। কিন্তু নেইমার খেলার শুরু থেকেই অনেক ভালো খেলছিল। কিন্তু নিনে গোল করতে সক্ষম হন নি। দ্বিতীয় গোলের খেলোয়াড় মূলত নেইমারের বদলি হয়ে খেলায় নেমেছিল।
এই নিয়ে মোট ৮ টি ম্যাচের ৮ টিতেই তারা নিজেদের জয় ছিনিয়ে নিয়েছে। ২৪ পয়েন্ট নিয়ে তারা আছেন সবার শীর্ষে। আগামী খেলাটি অনুষ্ঠিত হবে ম্যানচেস্টার সিটি বিপক্ষে।