গবেষণায় দেখা গেছে খোলা বাতাসে ৫ মিনিটে ৯০% ক্ষমতা হারায় করোনাভাইরাস

মঙ্গলবার দ্যা গার্ডিয়ান তার প্রতিবেদনে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানায় আর তা হলো যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি গবেষণা করে দেখেছে যে করোনাভাইরাস মুক্ত অবস্থায় খোলা বাতাসে মাত্র ৫ মিনিটেই তার ৯০ শতাংশ সংক্রমণ ক্ষমতা হারিয়ে ফেলে।
গবেষণার পরে ব্রিস্টল ইউনিভার্সিটির প্রধান আরো জানায় মানুষের মাঝে একটা বিশ্বাস ছিল যে করোনা ভাইরাস হলো একপ্রকার বায়ুবাহিত রোগ। এই রোগ শুধুমাত্র আলো বাতাস পূর্ণ স্থানেই জন্মায়। কিন্তু এই ধারণা একদম ভুল না হলেও একদম ঠিকও নয়। তবে সঠিক তথ্য হলো করোনায় আক্রান্ত একজন ব্যাক্তির কাছাকাছি এর সংক্রমণ হওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি।
তিনি আরো বলেন, ভাইরাসটি ভারী হওয়ার কারণে বাতাসে খুব বেশি সময় থাকতে পারে না। তাই বাতাস থেকে দূরে থাকলে সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক কম। কিন্তু খোলা বাতাসে ৯০ শতাংশ ক্ষমতা হারিয়ে ফেললেও ভাইরাসটি জীবিত থাকে ৩ ঘন্টা।
তিনি মাস্ক ও শারীরিক দুরত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে বাইরে বের হলে আরো বেশি। অল্প দুরত্বের মধ্যে এর সংক্রমন ক্ষমতা খুব বেশি। তাই সকলকে মাস্ক ব্যাবহার করে শারীরিক দুরত্ব বজায় রাখার কথাও বলেন তিনি।