প্রচ্ছদ
গরু চুরির অপরাধে বগুড়ায় খাদিজা বেগম নামে নারী আটক

২০ সেপ্টেম্বর সোমবার বিকেলে এক নারীকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের বাদিয়াচড়ার কলাবাগান থেকে গরু চুরি করার অপরাধে গ্রেফতার করে ২১ সেপ্টেম্বর তাকে আদালতে পাঠানো হয়েছে। নারীটির নাম খাদিজা বেগম স্বামীর নাম ইয়াসিন আলী।
পুলিশ জানায়, এক সপ্তাহ আগে পুলিশ মোকামতলা-জয়পুরহাট সড়কে একটা গরুর গাড়ি আটক করা হয়। পরে খবর নিয়ে জানা যায় এই ট্রাকের মালিক খাদিজা বেগম নামের এক নারীর। খাদিজার স্বামী চালক ও হেলপারের সাথে যুক্ত হয়ে গরু চুরি করতো।
শিবগঞ্জ থানার ওসি গত সপ্তাহে প্যান্ট,শার্ট,ও হেলমেট পরা এক ছদ্মবেশী নারী ট্রাক দিয়ে গরু চুরি করে এবং তাকে তার স্বামী, গাড়ির চালক ও হেলপার তাকে সাহায্য করতো।
পুলিশ বলে খাদিজাকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। আবার তার সাহায্যকারীদেরও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।