
গোপালগঞ্জে কোটালিপাড়ার ৪ নং ফেরধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছত্রী তিনা খানম ও তার মা করোনায় আক্রান্ত হওয়ার পরে ঐ শ্রেণির পাঠদান ১৪ দিনের জন্য বন্ধ করা হয়েছে।
১২ সেপ্টেম্বর স্কুল খুলার পরে সে বিদ্যালয়ে এসেছিল। পরে ১৬ সেপ্টেম্বর তার সর্দি জ্বর থাকায় তার ও তার মায়ের নমুনা সংগ্রহ করা হয়। ১৭ সেপ্টেম্বর তাদের নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
তিনা ছাড়াও ৩য় শ্রেণি ও ৫ম শ্রেণি আরো ৪ জন সর্দি কাশিতে ভুগছে কিন্তু এই নিয়ে অভিভাবকদের কোনো আতঙ্ক নেই, জানালো শিক্ষক শিক্ষিকারা। উপজেলার সহকারী শিক্ষা অফিসার বলে তিনা করোনায় আক্রান্ত হয়েছে জানার পরে আমরা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি বন্ধ করে দিয়েছি আগামী ১৪ দিনের জন্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এই উপজেলার অধীনে প্রতিটি বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করানো হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে কারো শরীরে করোনার লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই তা পরীক্ষা করে বিদ্যালয় বন্ধ করা হবে।