ঘোমটা হিজাব নারীর অধিকার বললেন প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের কর্ণাটক রাজ্যে মুসলিম শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশ করার সময় হিজাব পড়া যায় না। ক্লাসে হিসাব পড়ে ঢুকা নিষেধ।
এই বিষয়ে মুসলিম শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে প্রিয়াঙ্কা গান্ধী টুইট বার্তায় বলেন কে কেমন পোশাক পড়বে এটা নিজের পছন্দের বিষয় যা সরাসরি সংবিধান থেকে স্বীকৃত।
তিনি বলেন নারীরা তাদের ইচ্ছামতো পোশাক নির্বাচন করবে এভাবে নারীদের হয়রানি করা বন্ধ করতে হবে।
কর্ণাটকের একটা বিদ্যালয়ে মেয়েদের পোশাক নিয়ে কিছু বিধিমালা দেওয়া হয়েছে যেখানে মেয়েদের হিজাব নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু মুসলিম ছাত্রীরা এর বিরুদ্ধাচারণ করে।
মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি মুসকান নামের এক মুসলিম ছাত্রী কলেজে প্রবেশকালে হিন্দু ছাত্ররা জয় শ্রীরাম বলে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনেই মুসলিম ছাত্রী আল্লাহু আকবার বলে মিছিলের সামনে রুখে দাঁড়ায়।
এখন বুধবার তার এই সাহসিকতার জন্য তাকে ৫ লাখ রুপি পরস্কার দেওয়া হয়েছে জমিয়তে ওলামায়ে হিন্দ এর সভাপতি মাহমুদ আসআদ। তিনি টুইট বার্তায় মুসকানকে শুভেচ্ছা জানিয়েছেন।