প্রচ্ছদ
চট্টগ্রামের নিমতলায় কয়েকটি কাঠের দোকান পুড়ে গেছে

২৬ সেপ্টেম্বর রবিবার ভোরবেলা চট্টগ্রামের নিমতলা এলাকায় কয়েকটি কাঠের দোকান পুড়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের কাছ থেকে জানা গেছে ভোর ৫ টার দিকে নিমতলায় একটা কাঠের দোকানে হঠাৎ করেই আগুন লেগে গেলে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে ও বেশকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আসে এবং আগুন নেভায়।
আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায় নি। তবে যাদের দোকান পুড়েছে তারা ধারণা করছেন এটি কোনো শত্রুর কাজ।