চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে থেকে যাচ্ছেন মেহেদী মিরাজ

অনেক নাটকীয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে থেকে যাচ্ছে মেহেদী মিরাজ।
তবে তিনি জানিয়েছেন, তিনি অধিনায়ক হিসেবে থাকবেন না। গত রবিবার ৩০ জানুয়ারি এই খবরটি নিশ্চিত করেছেন দলের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন দলে মিরাজ থাকবে।
কিন্তু মিরাজ বলেন, যেহেতু তিনি ঢাকায় যেতে পারেননি তিনি দলের সাথে ম্যাচ খেলবেন কিন্তু অধিনায়কত্ব করবেন না।
তিনি এর আগে আবার বলেছিলেন যাতে তিনি ব্যাটিং আর বোলিং দুইটিই ভালো করতে পারেন এজন্য টিম ম্যানেজিং এর সিদ্ধান্তে তাকে কয়েক ঘন্টার জন্য সরিয়ে নেওয়া হয়েছিল।
কিন্তু তিনি বলেন তিনি বল ব্যাট দুইটিতেই ভালো করছেন। তখন বলা হয় কোচ নিক্সন নাকি মিরাজকে অধিনায়কত্ব থেকে সরাতে বলেছেন। কিন্তু নিক্সন তা অস্বীকার করেছেন।
তাই তার সিদ্ধান্ত ইয়াসির আলম যতদিন দলের দায়িত্বে আছেন তিনি খেলবেন না। বিপিএল এর শুরু থেকেই চট্টগ্রামের অধিনায়কের দায়িত্বে ছিলেন মেহেদী মিরাজ।