শিক্ষা
চাঁদাবাজি ও অন্যান্য সমস্যা এড়াতে ময়মনসিংহের মেসে মেসে পুলিশ

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়া শুরু করাতে ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় মেসে আবার ফিরে আসছে ময়মনসিংহ নগরীর স্কুল কলেজের শিক্ষার্থীরা। তাই কোতোয়ালি পুলিশ কাজ করে যাচ্ছে যাতে মাসগুলোতে শিক্ষার্থীরা যেন চাঁদাবাজি ও মাদকের শিকার না হয়। এজন্য থানার ওসি নিজে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
ময়মনসিংহের কলেজ রোড, সানকিপাড়া ও আরো বেশকিছু এলাকায় যারা মেসে থাকে তাদের উপর স্থানীয় ও বাইরের কিছু বখাটেরা জোর করে মাদক গ্রহণ, ছিনতাই,চাঁদা দাবি করা আবার এর পাশাপাশি মারধর করার ঘটনা ইত্যাদি খারাপ কাজ করে থাকে। পুলিশ এসব অপরাধ প্রতিরোধে কাজ করছে।
কোতোয়ালি থানার ওসি জানান, আজকের পর থেকে ছাত্র হোস্টেলের দায়িত্ব তাদের। যেকোনো সমস্যায় তাদের সাথে যোগাযোগ করতে বলেন তিনি।