চিত্রনায়িকা পরিমনি ‘রাবেয়া’ চরিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলেন

১৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের “গুনিন” নামক সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা পরিমনি। সিনেমাটি মূলত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গুনিন নামক উপন্যাস অবলম্বন করে নির্মিত হবে।
নির্মাতা জানান সিনেমাটির নায়িকা হিসেবে পরিমনিকে পেয়ে তিনি খুশি। এর আগেও তিনি পরিমিনির সাথে আরো কাজ করেছেন। সিনেমায় পরিমনি ‘রাবেয়া’ চরিত্রে অভিনয় করবেন। রাবেয়া হলো সিনেমাটির মূল চরিত্র।
সিনেমায় আরো অভিনয় করবেন মোস্তফা মনোয়ার,ইরেশ যাকের,আজাদ আবুল কালাম, শরিফুল রাজ সহ আরো অনেকে, জানান সিনেমার নির্মাতা।
পরিমনি সিনেমাটি সম্পর্কে বলতে গিয়ে বলেন,কারাগার থেকে মুক্তির পরপরেই তিনি এর প্রস্তাব পান যা তার কাছে উপহার স্বরূপ। তিনি আশা করছেন সবাইকে ভালো কিছু উপহার দিতে পারবেন। এই সিনেমার রাবেয়া চরিত্রে কাজ করার কথা ছিল নুসরাত ফারিয়ার কিন্তু তার শিডিউল না মেলার কারনে তিনি কাজটি করেন নি।