খেলাধুলা
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই হোঁচট খেলো পিএসজি

বুধবার ১৫ সেপ্টেম্বর দিবাগত রাতে মেসি, নেইমার, এমবাপ্পে একসাথে মাঠে নামলো ব্রুগে নামক ক্লাবের বিপক্ষে। কিন্তু উয়েফা লিগের গ্রুপ পর্বের এই প্রথম ম্যাচেই পিএসজি তাদের জয় ছিনিয়ে আনতে ব্যার্থ হলো।
ম্যাচের শুরুতেই পিএসজি এমবাপ্পের আ্যাসিস্টে আন্দেরে হেরারা প্রথম গোলটি করে নেন মাত্র ১৫ মিনিটে। পাল্টা গোল দিতে গিয়ে ব্রুগে এদুয়ার্দ সোবালের আ্যাসিস্টে হান্স ভানাকেন ২৭ মিনিটে তাদের প্রথম গোল করে নিলো।
দ্বিতীয়ার্ধের শুরিতেই ইনজুরিতে এমবাপ্পে মাঠ ছাড়লো। একের পর এক আক্রমণ করলেও আর কোনো গোলের মুখ দেখে নি পিএসজি। ৮১ মিনিটে পিএসজি সুযোগ পেয়েও গোল করতে পারলো না।
খেলার শেষ পর্যন্ত কেউ আর গোল করতে পারে নি। ফলে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়লো দুই দল।