প্রচ্ছদ
ছিড়া ইলেক্ট্রিক্যাল তারে পা দিয়ে যুবকের মৃত্যু

শুক্রবার ১৫ এপ্রিল ঝিনাইদহে দুপুর ১২ টার দিকে জাকির হোসেন নামের একজন ইলেক্ট্রিক তারে লেগে নিহত হয়েছে।
কালবৈশাখী ঝড়ে রাতের বেলায় তার ছিড়ে ধানক্ষেতের আইলে পড়ে ছিল। পরে সকাল ১১ টার দিকে ঘাস কাটার জন্য মাঠে যায় জাকির।
বিদ্যুতের পড়ে থাকা তার সে খেয়াল করেনি। পরে তারের উপরে পা দিলে সেখানেই গুরুতর আহত হয়ে পড়ে সে।
আশেপাশে থাকা মানুষেরা তাকে হাসপাতালে নিয়ে যায়। যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
জাকিরের ভাই জানায়, তারগুলো অনেকদিন ধরে মেরামত করা হয় না। আর এর জন্যই জাকিরের এমন মৃত্যু হয়েছে।
স্থানীয় অসি জানান এখনো কোনো অভিযোগ আসে নি। তবে অভিযোগ আসলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।