বিনোদনআন্তর্জাতিক
জনপ্রিয় কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর আর নেই

ভারতের কোকিলকণ্ঠী কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর আর নেই। বিগত চার সপ্তাহ ধরে করোনার সাথে লড়াই করে আর জিততে পারলেন না।
৬ ফেব্রুয়ারি রবিবার সকালবেলা মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। এর আগে শনিবারে তার শরীর অনেক বেশি খারাপ হয়ে যাওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল তাকে।
সারা ভারত এই কিংবদন্তি গায়িকার মৃত্যুতে শোকাহত।
তাকে গত ১১ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি প্রথমে নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছিল।
পরে ৩০ জানুয়ারি করোনা পজিটিভ আসে। কিন্তু এখন অনেক বয়স হয়ে যাওয়ার কারণে তিনি করোনার কাছে হার মানতে বাধ্য হয়েছেন।
তিনি ২০০১ সালে ভারত রত্নে ভূষিত হয়েছিলেন। তার এই অভাব কোনোভাবেই পূরণ করা সম্ভব না।