রাজনীতিবাংলাদেশ

দেশের মানুষ স্বপ্ন দেখছে জাতীয় পার্টিকে নিয়ে: জিএম কাদের।

জাতীয় পার্টি বর্তমানে একটা সম্ভাবণাময় রাজনৈতিক শক্তি” বলেছেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি। তিনি শুক্রবার বিকেলে বনানীর কার্যালয়ে সভায় বলেন দেশের মানুষ এখনো জাতীয় পার্টিকে নিয়ে স্বপ্ন দেখে। দেশের কোটি মানুষের আশা প্রত্যাশা এখনো এই জাতীয় পার্টি।

তিনি বলেন, আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় থেকে অনেক কোন্দলে জড়িত আর বিএনপি এখন দুর্বল প্রায়। জনগনের আস্থা রক্ষা, ও রাজনৈতিক কাজে অন্যান্য দলের চেয়ে তার দল বেশি সফল ছিল। তিনি আরো বলেন তারা যে শুধু সফল ছিলেন তাই নয় তারা ছিলেন সাধারণ মানুষের প্রিয়। জনগনের প্রত্যাশা পূরণে জাতীয় পার্টি সবসময় তাদের পাশে আছে। তাই তারা নিজেদের আরও শক্তিশালী করে গড়ে তুলবেন।

তিনি বলেন, জাতীয় পার্টি স্থানীয় সরকারের প্রত্যেকটি নির্বাচনে অংশ নেবে এবং লড়াই করে বিজয়ী হতে কাজ করবেন। কেউ জদি দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয় তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নিবেন তারা। জাপা চেয়ারম্যান বলেন মাঠে মাত্র ৩ টি রাজনৈতিক দল আছে ৪০ টি দল থেকে। বাকি দদলগুলো শুধু সাইনবোর্ডের দলে পরিনত হয়েছে। তারা তৃণমূলের প্রতিটি নির্বাচনের মাধ্যমে ঘরে ঘরে দাওয়াত দিবেন বলেও জানান তিনি।

এই আলোচনায় জাপা দলের
প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (সাহিদুর রহমান টেপা), এটিইউ( তাজ রহমান), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর (অব.) রানা মো. সোহেল ও লিয়াকত হোসেন খোকা অংশ নিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
%d bloggers like this: