প্রচ্ছদ
জেলিযুক্ত চিংড়ি বিক্রি করায় ৭ বিক্রেতাকে জরিমানা

বন্দরনগরী চট্টগ্রামের দুইটি বাজারে অভিযান চালিয়ে জেলিযুক্ত চিংড়ির দেখা পেয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
পরে এই জেলিযুক্ত ২০ কেজি চিংড়ি জব্দ করা হয়। ৭ জন বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। তার পাশাপাশি অন্যান্য সকল বিক্রেতাকে সতর্ক করা হয়েছে।
দেখলে মনে হয় তাজা চিংড়ি কিন্তু এদের মাথা টান দিলেই পাওয়া যায় জেলি।
ওজন বাড়ানোর জন্য বড় চিংড়িতে এসব জেলি পুশ করা হতো। কিন্তু এখন ছোট ছোট চিংড়িতেও জেলি পুশ করা হচ্ছে।
বিক্রেতারা বলছেন এই মাছ সাতক্ষীরা থেকে আসে। হয়তো সেখানে জেলি মেশানো হয়েছে। বাজারে শুধু জেলি না অনেক অনিয়ম দেখা গেছে।
বাজারে কোনো কোনো ক্রেতা বেশি দামে বিক্রি করছে আবার কেউ ওজনে কম দিচ্ছে। এই অবস্থায় ক্রেতারা অনেক অসন্তোষ জানাচ্ছেন।